• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ভুটানকে উড়িয়ে শীর্ষস্থান বাংলাদেশ নারী দলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৪, ০৫:৪৮ পিএম
ভুটানকে উড়িয়ে শীর্ষস্থান বাংলাদেশ নারী দলের
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল সবার আগে নিশ্চিত করে বাংলাদেশ। এরপর ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয় ভারত। আর শুক্রবার বাংলাদেশ লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভুটানকে। ফলে একমাত্র অপরাজিত থাকা দল এখন বাংলাদেশ। 

নিয়ম রক্ষার এ ম্যাচটিতে জয় পাওয়ায় ফাইনালের আগে মনোবল আরও বাড়াবে সুরভী আকন্দ প্রীতিদের- এমনটাই ধারনা সকলের। 

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। ভারত নাকি নেপাল? কোন দলকে বাংলাদেশ পাবে শিরোপা লড়াইয়ে তা দেখার দেখতে চোখ ছিল এই দুই দলের ম্যাচে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ভারত ১০-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে আবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের।

১০ মার্চ ফাইনালে বাংলাদেশ ও ভারতের মেয়েররা লড়বে শ্রেষ্ঠত্বের জন্য। গত ৮ ফেব্রæয়ারি ঢাকায় দুই দেশ ফাইনালে মুখোমুখি হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে। শ্বাসরুদ্ধকর ও নাটকীয় ফাইনালে কোনো দল হারেনি। দীর্ঘ নাটকের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি। এক মাসের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের আরেকটি ফাইনাল দেখতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরা।
 

Link copied!