• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৭:০০ পিএম
ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সেমিফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় ইরাকের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার। সেই মিশনে স্বাগতিকরা যে পুরোপুরি সফল সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইরাককে কোনোরকম পাত্তা না দিয়ে আসরে টানা পঞ্চম জয় তুলে নিল বাংলাদেশ।

শনিবার (১৮ মার্চ) পল্টনের ভলিবল স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচের প্রথমার্ধে ২৮-১৩ পয়েন্টে এগিয়ে ছিলেন তুহিন তরফদার-মিজানুর রহমানরা।

এই জয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।  ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা দল হয়েই শেষ চারে খেলবে স্বাগতিকরা। আর এতে করে শিরোপা জয়ের হ্যাটট্রিক থেকে মাত্র দুই জয় দূরে তারা।

অন্যদিকে গ্রুপ পর্বে এটাই ইরাকের প্রথম হার। আট পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে খেলবে তারা।

আসরের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। এরপর একে একে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে ও নেপালকে ৪০-২৪, ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারিয়েছিল স্বাগতিকরা।

Link copied!