• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

ভারতকে হারালেই ফাইনালে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৪, ০৭:১৪ পিএম
ভারতকে হারালেই ফাইনালে বাংলাদেশ
ছবি: প্রতীকী

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে প্রধান প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। 

দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতলে বাংলাদেশের ফাইনালে উঠা নিশ্চিত হবে। কারণ, তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৬, আর ভারত ও নেপালের পয়েন্ট সমান ৩ করে। যেহেতু ম্যাচ বাকি থাকবে বাংলাদেশ ও ভুটান (০ পয়েন্ট) এবং ভারত ও নেপাল, সেহেতু বাংলাদেশ ভুটানের কাছে হারলেও নেপাল ও ভারতের মধ্যে যে কোনো একটি দল ফাইনালে যাবে।  

এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে শঙ্কা দলের সেরা ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির খেলা নিয়ে। কারণ, নেপালের বিপক্ষে জোড়া গোল করার পর ব্যাথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সোমবার সুরভী নিজেই কোচ সাইফুল বারী টিটুর কাছে তার ব্যাথার কথা বলেছেন।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এক ভিডিওবার্তায় বাংলাদেশ দলের কোচ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা বলতে গিয়ে সুরভীর খেলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়েও কথা বলেছেন।

তিনি বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আগামীকাল বোঝা যাবে। ভারতও শক্তিশালী দল। আরেকটা বিষয় হলো প্রতিপক্ষকে বুঝতে পারা। ভারত কোন জায়গায় বেশি শক্তিশালী, কোন জায়গায় দুর্বল-এসব আমরা এ ম্যাচে বুঝতে পারবো।’

কোচ বলেন, ‘গত ম্যাচে তো সুরভী আকন্দ প্রীতি দুটি গোল করার পর উঠে গিয়েছিল। প্রীতি বলেছে, তার একটু ব্যথা আছে। তারপরও সে খেলতে চাচ্ছে। বিষয়টাকে আমাদের সতর্কতার সঙ্গে দেখতে হবে। কারণ, সে খেলার উপযোগী আছে কিনা, খেলালে কতটা সময় খেলানো যাবে সব বিবেচনা করতে হবে।’ 
 

Link copied!