• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

মার্চেই সফরে আসছে অজি নারী ক্রিকেট দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৬:৩০ পিএম
মার্চেই সফরে আসছে অজি নারী ক্রিকেট দল
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেট লড়াই। ছবি: সংগৃহীত

গত রোববার থেকে শুরু হয়েছে নারী জাতীয় দলের ফিটনেস ট্রেনিং ক্যাম্প। চার দিনের সেই ক্যাম্প শেষে বৃহস্পতিবার ক্রিকেটাররা যাবেন খুলনায়। সেখানে দুই সপ্তাহের স্কিল ক্যাম্প শেষে মিরপুরে ফিরবেন বাংলাদেশ দলের মেয়েরা।

চলতি বছরের সেপ্টেম্বর- অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার আগে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল আসবে বাংলাদেশে। সেই সিরিজকে মাথায় রেখেই প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের। ১৬ মার্চ তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা অজিদের।  অস্ট্রেলিয়ার বিপক্ষে এ পর্যন্ত বাংলােদেশ দুটি ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয়েছে। 

অস্ট্রেলিয়া সিরিজের পর ভারতের বিপক্ষেও সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে বিশ্বকাপে সাবেক রানার্স আপ ভারতীয় নারী দল। ভারত সিরিজটি অবশ্য আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে। এ পর্যন্ত ভারতের সঙ্গে ১৭ ম্যাচের ১৪টিতেই হেরেছে বাংলাদেশ, জিতেছে মাত্র ৩টিতে। 

সামনে বিশ্বকাপ থাকায় কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই বড় দলগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী। বাংলাদেশেরও তাতে বেশ লাভ আছে। কারণ, বিশ্বকাপে বাংলাদেশ কখনোই প্রথম রাউন্ড অতিক্রম করতে পারেনি। 
 

Link copied!