• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের বিপক্ষে সতর্ক পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ০৫:৪৮ পিএম
বাংলাদেশের বিপক্ষে সতর্ক পাকিস্তান
গ্র্যান্ট ব্র্যাডবার্ন পাকিস্তান কোচ। ছবি : সংগৃহীত

বিশ্বকাপটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। এরই মধ্যে ছয় ম্যাচ খেলা টাইগাররা হেরেছে পাঁচ ম্যাচ। রয়েছে পয়েন্ট টেবিলের ৯ স্থানে। সে দলটি আগামীকাল (মঙ্গলবার) মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। সেমিফাইনালে খেলার আশা প্রায় শেষ বাংলাদেশের। তবে, শেষ তিন ম্যাচ জিততে মরিয়া সাকিব আল হাসানরা। কারণ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। বাংলাদেশের মতো পাকিস্তানের অবস্থাও নড়বড়ে। ছয় ম্যাচে চারটায় হেরেছে তারা। ২ জয় নিয়ে আছে ছয় নম্বরে। সেমিফাইনালের আশা বেঁচে রয়েছে পাকিস্তানেরও। সেক্ষেত্রে জিততে হবে তাদের সবগুলো ম্যাচ। এমন সমীকরণে বাংলাদেশের বিপক্ষে নামার আগে সতর্ক পাকিস্তান ক্রিকেট দল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ দল নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তিনি জানান, বাংলাদেশের একাধিক মানসম্পন্ন ক্রিকেটার রয়েছে। টাইগারদের বিপক্ষে জিততে হলে ভালো খেলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের কোচ বলেন, “বিশ্বকাপের প্রতিটি দলই মানসম্পন্ন। আমরা জানি, বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেই জিততে হবে। ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারব। আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে। আমরা বাংলাদেশের মুখোমুখি হতে ভালোভাবে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ দল সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে। এশিয়া কাপে তাদের বিরুদ্ধে খেলেছি। অতীতেও অনেক খেলেছি। ভেন্যুটা আমাদের জন্য নতুন। সেরাটা দেওয়ার লক্ষ্যে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি।”

কলকাতার ইডেন গার্ডেন্সে আগামীকাল (মঙ্গলবার) মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!