নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩৬৫ রানের টার্গেটে উতরাতে পারেনি বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে ২২৭ রান তুলেই গুটিয়ে গিয়েছে সাকিব আল হাসানের দল। যার জন্য জস বাটলারদের কাছ থেকে ১৩৭ রানের বড় হারের স্বাদ পেতে হয়েছে টাইগারদের। এমন বড় হারের পর নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখে সামনের ম্যাচে ফোকস করার জন্য বাংলাদেশ অধিনায়ক সাকিব বললেন, “আমাদের ভেঙে পড়লে চলবে না।”
ধর্মশালায় প্রথম ম্যাচে আফগানিস্তানকে সহজেই হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১০ অক্টোবর) একই ভেন্যুতে ইংলিশ পরিক্ষাটা যে কঠিন হতে যাচ্ছে সাকিব, মুশফিকুর রহিমদের সেটি অনুমিতই ছিল। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৩৬৫ রানের নিচে চাপা পড়ার ব্যাপারটির ব্যাখ্যা দিয়েছেন সাকিব। টাইগার অধিনায়ক বলেন, “টসে জিতেছিলাম। আজকের আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। আগের রাতে বৃষ্টির কারণেই হয়তো। আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ড এমন একটা দল, যাদের একটু সুযোগ দিলেই আপনার ওপর চেপে বসবে। যদিও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।”
ইংলিশদের দেওয়া ৩৬৫ রানের টার্গেট সেভাবে তাড়াও করতে পারেনি বাংলাদেশ। ব্যাট হাতে প্রতিরোধটাও গড়তে পারেনি টাইগাররা। সেজন্য সাকিব সোজা-সাপ্টাই বলেছেন, “শুরুতে দ্রুত উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়। আমরা দশ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিলাম।”
ম্যাচে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন না হওয়া নিয়ে আক্ষেপ বাংলাদেশ অধিনায়কের। সাকিব বলেন, “আমাদের ভালো একটা পরিকল্পনা তো ছিলই। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।”
বড় হার থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন সাকিব, “লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে।”