চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজ দল লখনৌ সুপার জায়ান্টসকে হারানোর মধ্যে নতুন এক রেকর্ডের মালিক হলেন লোকেশ রাহুল।
ভারতের আইপিএলের ইতিহাসে উইকেটকিপার ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ডটি এতদিন মহেন্দ্র সিং ধোনির দখলে ছিল। ২৫৭ ম্যাচে ২৪ বার ন্যূনতম ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি।
শুক্রবার রাতে ধোনির সেই রেকর্ডটি তারই সামনে ভেঙে দিয়েছেন রাহুল। চেন্নাইয়ের বিপক্ষে খেলেছেন ৮২ রানের দুর্দান্ত ইনিংস। সবমিলিয়ে আইপিএলে এটি ছিল তার ২৫তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।
লখনৌতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনৌ।
এই জয়ে ৭ ম্যাচে চেন্নাইয়ের সমান ৮ পয়েন্ট পাওয়ায় প্লে-অফে উঠার লড়াইয়ে টিকে রইলো লখনৌ দল।






































