• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

ফুটবলারদের ব্যবহৃত ১০ হাজার মোবাইল বাড়ি যাচ্ছে সিরিয়া-তুরস্কে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০১:০৫ পিএম
ফুটবলারদের ব্যবহৃত ১০ হাজার মোবাইল বাড়ি যাচ্ছে সিরিয়া-তুরস্কে

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে কাতার। ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বকাপে ব্যবহৃত ১০ হাজার মোবাইল বা অস্থায়ী বাড়ি পাঠাচ্ছে কাতার। দেশটির একজন কর্মকর্তা সোমবার নিশ্চিত করে জানিয়েছেন।

গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পের কারণে গৃহহীন হয়ে পড়া লোকদের থাকার জন্য এই সাহায্য করছে কাতার। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত ভূমিকম্পে ৩৬ হাজারের বেশি মানুষ মারা গেছে।

প্রথম ৩৫০ ইউনিট বহনকারী একটি জাহাজ রোববার তুরস্কের উদ্দেশ্যে কাতার ছেড়েছে। কাতার ভূমিকম্প অঞ্চলে ১০ হাজার মোবাইল হাউজিং ইউনিট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। কাতারের উন্নয়ন তহবিল রোববার একটি টুইটার পোস্টে বিষয়টি জানিয়েছে।

কাতারের পক্ষ থেকে বলা হয়, "তুরস্ক ও সিরিয়ার জরুরি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমরা খেলোয়াড়দের জন্য ব্যবহৃত ১০ হাজার মোবাইল বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তুরস্ক ও সিরিয়ার জনগণকে খুব প্রয়োজনীয় এবং তাৎক্ষণিক সহায়তা প্রদান করাই আমাদের উদ্দেশ্য।"

Link copied!