• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রাফিক আইন ভঙ্গ, চালকবিহীন গাড়ি আটকে হতবাক পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৯:০০ পিএম
ট্রাফিক আইন ভঙ্গ, চালকবিহীন গাড়ি আটকে হতবাক পুলিশ
ছবি : বিবিসি

ক্রুজের তৈরি স্বয়ংক্রিয় চালিত একটি গাড়ি থামিয়ে বিড়ম্বনায় পড়েছে পুলিশ। হেডলাইট না জ্বালানো থাকায় গাড়িটি থামায় পুলিশ। কিন্তু কাছে গিয়ে পুলিশ দেখতে পায় ভেতরে কেউ। ড্রাইভিং সিট ফাঁকা। কারণ গাড়িটি মূলত চালকবিহীন প্রযুক্তির।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো অঞ্চলে। 

সংস্থাটি বলছে, হেডলাইটের সমস্যাটি মানব সৃষ্ট ত্রুটির ফলাফল।

জেনারেল মোটরসের মালিকানাধীন প্রতিষ্ঠান ক্রুজ। তারা চালকবিহীন প্রযুক্তির গাড়ি নির্মাণ শুরু করে। এই বছরের শুরুর দিকে এটি জনসাধারণের অনুমতি দেওয়া হয়।

ক্রুজ জানায়, আমাদের চালকবিহীন গাড়ি পুলিশের কাছে চলে যায়। তারপরে নিকটতম নিরাপদ স্থানে টেনে নিয়ে যাওয়া হয়। পরে একজন অফিসার ক্রুজ কর্মীদের সাথে যোগাযোগ করেন।

আইন প্রয়োগ সংস্থা ও অন্যান্যদের জন্য একটি ভিডিও বানিয়েছি কোম্পানিটি। ক্রুজের গাড়ি কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে ও কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে সেসব জানানো হয়েছে ভিডিওতে।

প্রযুক্তির বিকাশের সাথে সাথে চালকবিহীন গাড়ির ত্রুটি অনিবার্যভাবে বেড়েছে। ইলন মাস্কের ইলেকট্রনিক গাড়ি কোম্পানি টেসলাসহ অন্যান্য প্রতিষাঠান তাদের নিজস্ব চালকবিহীন প্রযুক্তি নিয়ে কাজ করছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!