• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

কখন বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০২:২৪ পিএম
কখন বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে শনিবার (২৩ নভেম্বর)। এর প্রভাবে নভেম্বরের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় শনিবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এ ছাড়া দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রা। লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বৃদ্ধি পাবে।

এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।

বাংলাদেশের এই আবহাওয়াবিদ জানান, আগামী ২৮-২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির উপলক্ষ্য একটি লঘুচাপ কিংবা নিম্নচাপ। এমনকি সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

মোস্তফা কামাল পলাশ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। যা এই সপ্তাহে ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলংকার উত্তরপূর্ব দিকে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর এটি আঘাত হানতে পারে।

মোস্তফা কামাল পলাশ আরও জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাততভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Link copied!