• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ১১:৩৩ এএম
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক কিছুক্ষণ আগে শুরু হয়েছে।

এর আগে ২৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।
 

Link copied!