• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের ‘খালাতো বোন’ আখ্যা দিলেন রিজভী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৫:৪৯ পিএম
শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের ‘খালাতো বোন’ আখ্যা দিলেন রিজভী
শেখ হাসিনা, ওসামা বিন লাদেন ও রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের খালাতো বোন হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

বৃহস্পতিবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষ্যে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে এ কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে বের করতে হবে। তিনি এখন ওসামা বিন লাদেনের খালাতো বোনের মতো পালিয়ে ভিডিও বার্তা দিচ্ছেন।”

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “যদি কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটে, কেউ বাঁচতে পারবেন না। ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

রুহুল কবির রিজভী বলেন, “বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না–এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে–সে ধরনের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “শুধু শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। এটা কোনোভাবেই চলতে পারে না। জনগণের দিকে মনোযোগ দিতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। বেকারত্ব বৃদ্ধি পেলে সেটি দেশের জন্য অমঙ্গলজনক।”

রুহুল কবির রিজভী আরও বলেন, “দেশে ১২ কোটি ভোটার, তার মধ্যে শ্রমিক হচ্ছে ৬০ কোটি ৩৫ লাখ। ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করেন। ভোট দিয়ে সরকার গঠন করে যারা বঞ্চিত তারা নির্যাতিত, তারা অসহায়। তাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!