• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে : সলিমুল্লাহ খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৪:০৪ পিএম
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে : সলিমুল্লাহ খান
বক্তব্য রাখছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। ছবি : সংগৃহীত

শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, “পুলিশ যে অবস্থানে থাকার কথা ছিল, সেখানে নেই। তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।”

বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভা ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন।

ড. সলিমুল্লাহ খান বলেন, “পুলিশ শুধু রাষ্ট্রযন্ত্রের অংশ নয়, সমাজেরও অংশ। যদি পুলিশের সঙ্গে জনতার বিভক্তি তৈরি হয়, তাহলে তা রাষ্ট্র ও সমাজের বিভক্তিতে রূপ নেয়। এ সমস্যা সমাধানের একমাত্র পথ গণতন্ত্র।”

বিশিষ্ট এই শিক্ষাবিদ বলেন, “আমাদের বুকের ওপর হাত রেখে স্বীকার করতে হবে-পুলিশ আজ সে জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। পুলিশের আইনি কাঠামোতে পদে পদে সমস্যা আছে, সেসব নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।”

ড. সলিমুল্লাহ খান আরও বলেন, “পুলিশ ও জনতার সম্পর্ককে আরও দৃঢ় করতে হলে উদার মনোভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!