• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সচিবালয় ঘেরাও করা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলেন নাহিদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৩:৪৯ পিএম
সচিবালয় ঘেরাও করা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলেন নাহিদ
সচিবালয় ঘেরাও করেছেন জবি শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ তিন দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয় ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এই অবস্থায় তাদের সঙ্গে দেখা করতে এসেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সেখানে উপস্থিত হন তিনি।

এর আগে, বেলা ২টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের ১ নম্বর গেটে অবস্থান নেন। এর পরপর সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সচিবালয়ে কেউ ঢুকতে কিংবা বের হতে পারছেন না।

এ ছাড়া শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পর সচিবালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগে থেকেই সেখানে পুলিশের দুটি সাঁজোয়া যান অবস্থান নিয়ে ছিল। আরও দুটি এপিসি আনা হয়েছে। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।

এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গণ-পদযাত্রা সহকারে সচিবালয়ের অদূরে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন  সাধারণ শিক্ষার্থীরা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!