অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৬ সালের জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে। বই ছাপানোর দায়িত্ব কাদের দেওয়া হবে, তা এই মাসেই চূড়ান্ত করা হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এই কথা জানান অর্থ উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা বলেন, ‘গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিলো। যারা জড়িত ছিল তাদের কাজ দেওয়া হবে না। এবার যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিসেফের সঙ্গে নেগোসিয়েট করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে। তিন মাসের জন্য আপাতত টিকা আনা হবে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে পরবর্তী তিন মাসের টিকা আনা হবে।’
চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে প্রায় তিন মাস দেরি হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়। শিক্ষার্থীদের লেখাপড়াও ক্ষতিগ্রস্ত হয়।