• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

৮ ছাত্রদল নেতাকে কারাগারে পাঠালেন আদালত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:২০ পিএম
৮ ছাত্রদল নেতাকে কারাগারে পাঠালেন আদালত
ছবি: সংগৃহীত

নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

তারা হলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, ছাত্রদল নেতা রাশেদ উল্লাহ রাশেদ, ছাত্রদল নেতা আলমগীর বিশ্বাস রাজু ও ছাত্রদল নেতা মো. রাসেল।

এদের মধ্যে গুলশান থানার একটি ও বনানী থানার দুটি মামলায় আওয়ালের সাত বছর, গুলশান থানার এক মামলায় রাসেল ও রাজুর সাড়ে তিন বছর এবং বনানী থানার এক মামলায় অপর পাঁচজনের দুই বছরের সাজা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, ‘ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে রোববার আত্মসমর্পণ করেছেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে।’

Link copied!