আগামী নির্বাচনের জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সিস্টেম না বিদ্যমান পদ্ধতি ব্যবহার করা হবে—এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তই চূড়ান্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। তিনি এও উল্লেখ করেন, সরকার এই বিষয়ে মন্তব্য কম করাই শ্রেয় বলে মনে করেন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত দ্য ডেইলি স্টারের এক সম্মেলনে গবেষণা সংস্থা 'ইনোভেশন' এর পক্ষ থেকে একটি জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।
জরিপের উঠে আসে, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর সিস্টেম সম্পর্কে অবগত নন, এবং ২১.৮% জনগণ পিআর পদ্ধতি পছন্দ করেন, তবে ২২.২% পিআর পদ্ধতির বিপক্ষে।
এই জরিপে মোট ১০ হাজার ৪১৩ জন অংশগ্রহণ করেন, এবং ৬৯.৯% উত্তরদাতা মনে করেন যে, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সক্ষম। তবে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই বিষয়ে কিছুটা দ্বিধা রয়েছে, কারণ তারা নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে কম ইতিবাচক মনোভাব পোষণ করছেন।
শফিকুল আলম আরও বলেন, নির্বাচনী সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন, এবং সরকারের উচিত এই বিষয়ে কম আলোচনা করা।
এদিকে, দেশের নির্বাচনী সিস্টেম নিয়ে চলমান আলোচনা এবং এই জরিপের ফলাফল জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে, যা আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।