দলীয় ঐক্য বজায় রাখার ডাক

দুই প্রতিজ্ঞায় শপথ নিলেন বিএনপির নেতাকর্মীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:৫৫ পিএম
দুই প্রতিজ্ঞায় শপথ নিলেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। তিনি সতর্ক করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের প্রতিটি সৈনিককে সচেতন থাকতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বার্তা দেন।

তারেক রহমান বলেন, আমাদের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো দলের নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে তা নিশ্চিত করা। বিএনপির নাম যেন কোনো ব্যক্তি নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে—এ বিষয়ে প্রত্যেককে সজাগ থাকতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, দলের সকল নেতাকর্মীর সামনে এখন একটাই লক্ষ্য—যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখা। স্বৈরাচার বিদায় নিয়েছে, কিন্তু অদৃশ্য অপশক্তি এখনও সক্রিয়। আমাদের উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি এগিয়ে নিতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনে যদি আমরা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি, জনগণের রায় আমাদের পক্ষে আসবে।

সম্মেলনে তারেক রহমান নেতাকর্মীদের দুটি বিষয়ে প্রতিজ্ঞা করতে আহ্বান জানান—
১️. দলীয় সিদ্ধান্তের ব্যাপারে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকা।
২️. কেউ যেন দলের নামে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে।

উপস্থিত হাজারো নেতাকর্মী হাত তুলে তার আহ্বানে সাড়া দেন।

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত এই সম্মেলন সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিলসহ নেতাকর্মীরা স্টেডিয়ামে যোগ দেন। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে বিকেল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট দেবেন দুই হাজার ৯০ জন কাউন্সিলর।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

Link copied!