‘মহানগর’-এর মতো গল্পে সুযোগ চাই: পূর্ণিমার নতুন বার্তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:২৬ পিএম
‘মহানগর’-এর মতো গল্পে সুযোগ চাই: পূর্ণিমার নতুন বার্তা

একসময় ঢালিউডে একের পর এক হিট ছবি উপহার দেওয়া দিলারা হানিফ পূর্ণিমা এখন অনেকটাই সিনেমা থেকে দূরে। মাঝে মাঝে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও বড় পর্দায় তার উপস্থিতি দীর্ঘদিন ধরে নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি। প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাব।

ওটিটিতে কাজের আগ্রহ থাকলেও সেখানে কাজ পাওয়া সহজ নয় বলে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তার ভাষায়,

“ওটিটিতে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সবসময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সুযোগ দেওয়া উচিত।”

তবে পূর্ণিমা আশাবাদী। তিনি জানান, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো মানসম্মত কনটেন্ট তার ভালো লেগেছে। এরকম গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন।

সিনেমাপ্রেমীরা এখন অপেক্ষায়— কবে আবার বড় পর্দায় ফিরবেন তাদের প্রিয় নায়িকা পূর্ণিমা।

Link copied!