সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্প্রতি বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ওই খবরটি এক বেসরকারি ভিসা প্রক্রিয়া ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত একটি নিবন্ধের ভিত্তিতে ছড়িয়েছে। ওই নিবন্ধে দাবি করা হয়, বাংলাদেশসহ ৯টি দেশের ওপর আমিরাত কর্তৃপক্ষ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে এই দাবি অস্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি জানিয়েছেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি পাওয়া যায়নি এবং এটি সম্পূর্ণ মিথ্যা।
রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকার কারণে দূতাবাস ২২ সেপ্টেম্বর আমিরাত সরকারের সাথে যোগাযোগ করবে এবং বিষয়টি অফিসিয়াল চ্যানেল থেকে যাচাই করবে।
এদিকে, প্রেস উইং জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়াই ওই সংবাদ প্রকাশের কারণে এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং এটি মূলত ওই ভিসা সেন্টারের পক্ষ থেকে কোনো দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা হতে পারে।