ঢাকার জনপ্রিয় বাহন মেট্রোরেল। যাত্রীর চাপ বাড়ায় মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হচ্ছে। সকালে চালু ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়বে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, নতুন এই ব্যবস্থা কার্যকর হবে আগামী মাস থেকে। সকালে ৭টার পরিবর্তে সাড়ে ৬টায় যাত্রা শুরু হবে। বন্ধ হবে রাত সাড়ে ৯টায়।
বর্তমান সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। নতুন সূচি কার্যকর হলে এটি ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে। এখন উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। নতুন সূচি অনুযায়ী, শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়।
এদিকে মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায়। নতুন সূচিতে এটি ছাড়বে সকাল ৭টায়। বর্তমানে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। নতুন সূচি অনুযায়ী, সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। এখনকার সূচি অনুযায়ী মতিঝিল থেকে ছেড়ে সর্বশেষ ট্রেন উত্তরা পৌঁছায় রাত ১০টার পর। নতুন সূচিতে এটি পৌঁছাবে প্রায় পৌনে ১১টার দিকে।
এর আগে শুক্রবার থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। কর্তৃপক্ষের ধারণা, নতুন সূচি কার্যকর হলে মেট্রোরেলের সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার সম্ভব হবে।
বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করে। নতুন সূচি কার্যকর হলে যাত্রীর সংখ্যা ৫ লাখ ছাড়াবে বলে আশা করছে ডিএমটিসিএল।