• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

দেব-শুভশ্রীকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:৫৪ পিএম
দেব-শুভশ্রীকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা

শনিবার সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত হলো দেব অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। কানায় কানায় পূর্ণ ছিল স্থানটি, আর দেবের আগমনের অপেক্ষায় মুখর ছিলেন দর্শকরা। একসময় রাজকীয় ভঙ্গিতে মঞ্চে প্রবেশ করেন এই তারকা অভিনেতা।

এই আয়োজন শুধু ট্রেলার লঞ্চেই সীমাবদ্ধ থাকেনি। উদযাপন করা হলো দেবের ২০ বছরের অভিনয়জীবনও। একে একে মঞ্চে উঠে আসেন তার অভিনয় জীবনের বিভিন্ন সময়ের সহ-অভিনেত্রীরা। নুসরাত জাহান, পূজা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জি— পাঁচ জনপ্রিয় নায়িকার সঙ্গে রোমান্টিক গানে নেচে মঞ্চ মাতিয়ে দেন দেব।

নায়িকারা জানালেন, দেবের ২০ বছরের যাত্রার অংশ হতে পারা তাদের জন্য গর্বের। তবে চোখে পড়ার মতো ছিল এক অনুপস্থিতি— শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘদিন পর দেব-শুভশ্রীর একসঙ্গে দেখা পাওয়ার আশায় ছিলেন ভক্তরা, কিন্তু তার অনুপস্থিতির কারণ জানা যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

‘রঘু ডাকাত’ ছবিটি মুক্তির অপেক্ষায় এখন টালিউডপ্রেমীরা। ছবির ট্রেলার ইতিমধ্যে ইউটিউবে দারুণ সাড়া ফেলেছে এবং দেব ভক্তদের মধ্যে বাড়িয়েছে প্রত্যাশা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!