• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

‘আমি আর নিতে পারছি না’, লিখে আইনজীবীর ‘আত্মহত্যা’


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৩:৫৭ পিএম
‘আমি আর নিতে পারছি না’, লিখে আইনজীবীর ‘আত্মহত্যা’
ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের চাঁদকাঠি এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে আত্মহত্যার কথা লেখা ছিল।

মারা যাওয়া আইনজীবীর নাম শামিম হোসেন (৩৬)। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন। শহরের চাঁদকাঠি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধালিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘একজন আইনজীবীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে সবকিছু তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’

ওই চিরকুটে লেখা আছে, ‘আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে, তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সবকিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না, পারলে ক্ষমা করে দিবেন।’

এদিকে শামিম হোসেনের মৃত্যুতে রোববার জেলা আইনজীবী সমিতি আদালতের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সদস্যদের নোটিশ দিয়েছে। তবে বিচারপ্রার্থীদের নিয়মিত হাজিরা কার্যক্রম চলবে বলে আইনজীবী সমিতির নেতারা জানিয়েছেন।

Link copied!