প্রশাসনে একের পর এক বিতর্ক, পদোন্নতিতে বঞ্চিতদের ক্ষোভ এবং আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে দেওয়া হলো। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন সিপিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান।
আরেকটি সূত্র বলছে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকেও এ পদে বিবেচনা করা হতে পারে।
মাত্র তিন সপ্তাহ আগে, গত ২৮ আগস্ট, মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনে শুরু হয় তীব্র সমালোচনা। পদায়ন ও পদোন্নতিতে বৈষম্য, সচিব ও জেলা প্রশাসক নিয়োগে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগে প্রশাসন অস্থিতিশীল হয়ে ওঠে।
গণমাধ্যমে একাধিক প্রতিবেদনে এসব অভিযোগ প্রকাশিত হওয়ার পর অবশেষে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। এখন দৃষ্টি সবার, কে বসবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ পদে।