• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

দর্শকদের খুশি করতেই শাকিব খানকে বেছে নিয়েছেন হানিয়া আমির?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:৪২ পিএম
দর্শকদের খুশি করতেই শাকিব খানকে বেছে নিয়েছেন হানিয়া আমির?

শনিবার সন্ধ্যায় ঢাকার এক তারকাবহুল অনুষ্ঠানে হাজির ছিলেন হানিয়া আমির। লাল কার্পেট থেকে শুরু করে মঞ্চ—সবখানেই দর্শক-ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান চলাকালীন এক চমকপ্রদ মুহূর্তে উপস্থাপক হানিয়ার সামনে পর্দায় ভেসে তোলেন দুই কিং খান—শাহরুখ খান ও শাকিব খানকে।

এরপর প্রশ্ন রাখা হয়—কাকে বেছে নেবেন তিনি? মুহূর্তেই পুরো হলে তৈরি হয় টানটান উত্তেজনা। আর ঠিক তখনই হাসিমুখে হানিয়া শাকিব খানের নাম উচ্চারণ করেন। তার এই সিদ্ধান্তে দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস, শোরগোল শুরু হয় পুরো হলে।

তবে এখানেই শেষ নয়—হানিয়ার মুখের পরবর্তী কথাই যেন রহস্য ভেদ করে দেয়। তিনি হেসে বলেন, “আমার মনে হয়, আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।”

নেটিজেনরা মনে করছেন, দর্শকদের ভালোবাসা ও উপস্থিতি সম্মান জানাতেই শাকিবের নাম বেছে নিয়েছেন হানিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে কেউ কেউ বলছেন, হানিয়া কূটনৈতিক জবাব দিয়েছেন; আবার কেউ মনে করছেন, এটি তার পক্ষ থেকে ঢালিউডের প্রতি ভালোবাসার প্রকাশ। যেভাবেই হোক, হানিয়ার এই সিদ্ধান্ত ঢাকাই সিনেমাপ্রেমীদের মধ্যে আনন্দের ঢেউ তুলেছে, সেটি বলাই যায়।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!