• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সবাই ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৯:১০ এএম
সবাই ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ব্যাংকে অর্থ সংকটের খবর শুনে গ্রাহকরা যে টাকা তুলে নিয়েছিলেন তা আবারও ফিরিয়ে দেওয়া শুরু করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তিন দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, “ ‘ব্যাংকে টাকা নেই’, এই প্রসঙ্গ আলোচনায় আসার পর গ্রাহকরা আতঙ্কে পড়ে যায়। এরপর প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক কিন্তু তাতে বাধা দেয়নি। এখন সবাই টের পেয়েছে। সবাই টাকা ফেরত দিতে শুরু করেছে।”

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রসঙ্গে ড. আহমদ কায়কাউস আরও বলেন, ‘ভালো গ্রাহকদেরকে তারা স্বেচ্ছায় ঋণ দেয়। কিছুদিন আগে আইএমএফের নিয়মিত একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে ঋণ দেয়ার প্রস্তাব দেয়। ডলার নিয়ে বিশ্ববাজারে অস্থিরতা থাকায় বাংলাদেশ আইএমএফের ঋণ নিতে রাজি হয়।"

Link copied!