• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

‘জটিল হলেও ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৫:০৪ পিএম
‘জটিল হলেও ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাজিলকে জীবন্ত গরু পাঠানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। বিষয়টি জটিল হলেও সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

বুধবার (২৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, “বিশ্বে বিভিন্ন সংকটের মাঝে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। মাংস খাতে বাংলাদেশে বিশাল সম্ভাবনা আছে। ব্রাজিল থেকে বাংলাদেশে জীবন্ত গরু নিয়ে আসা সম্ভব।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের বিষয়ে জানতে চাইলে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, “জুলাইয়ে প্রধানমন্ত্রী ব্রাজিল যাবেন। তিনি জি-২০ সম্মেলনের আগে ব্রাজিল সফর করবেন। যদি তিনি ব্রাজিল যান, তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি, যেগুলো হয়তো সই হতে পারে।”

পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, “ব্রাজিল বাংলাদেশি আরএমজি পণ্যের বড় বাজার হতে পারে। দুই দেশের মধ্যে বিশেষ করে, বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিশাল সুযোগ রয়েছে।”

ভারত ব্রাজিল থেকে প্রচুর ইথানল কেনে জানিয়ে পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, “কোভিডের পর ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধসহ বিভিন্ন কারণে অস্থির হয়ে পড়েছে বিশ্ব। জ্বালানি তেলের দাম বাড়ছে। তাই তেলের বিকল্প হিসেবে ইথানল ব্যবহার সস্তা হবে।”

Link copied!