• ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ জ্বিলকদ ১৪৪৬

গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৩:৩৮ পিএম
গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বরগুনার মানচিত্র। : ছবি : সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলায় চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি আংশিক কাটা গাছ তাদের মোটরসাইকেলের ওপর পড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, “ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!