• ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ জ্বিলকদ ১৪৪৬

ইবিতে সেরাদের সেরা ৩৫ শিক্ষার্থী


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৪:৩২ পিএম
ইবিতে সেরাদের সেরা ৩৫ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারের মতো কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এতে আটটি অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রতি অনুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও যৌথভাবে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। 

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসময় কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, “আমি প্রথমেই অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হলো। তোমরা প্রথম হয়েছো যোগ্যতার ভিত্তিতে। যেই যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরও উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম দেশ ও বিশ্বের কাছে গর্বের সঙ্গে তুলে ধরবে।”

উপাচার্য আরও বলেন, “মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই পাবে। তাই কঠোর পরিশ্রম করার চেষ্টা করবে। এ ছাড়া তোমরা যারা জুনিয়র আছো, তারাও ভালো ফলাফল অর্জনের চেষ্টা করবে। এই অর্জন উচ্চশিক্ষা ও চাকরির প্রতিযোগিতায় তোমাদের এগিয়ে রাখবে। শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনারা শিক্ষার্থীদের ভালো পড়াশোনা করাবেন ও রেজাল্ট প্রদানের ক্ষেত্রে নমনীয় থাকবেন।” 

Link copied!