• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ সংঘাত-সংঘর্ষ চায় না : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ১২:৩২ পিএম
আওয়ামী লীগ সংঘাত-সংঘর্ষ চায় না : কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগ কোনোভাবেই সংঘাত-সংঘর্ষ চায় না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও পরে সব সময়ই শান্তিপূর্ণ পরিবেশ চায় আওয়ামী লীগ। কোনোভাবেই আওয়ামী লীগ সংঘাত-সংঘর্ষ চায় না। যথাসময়ে নির্বাচন চায়। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চায় না।

বিদেশিরা পার্লামেন্ট বিলুপ্তি চায় না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “কোনো বিদেশি এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। এমনকি পার্লামেন্ট বিলুপ্তির কথাও বলেনি। বিএনপির কোনো দাবি বিদেশিরা সমর্থন করে না। বিদেশিরাও নির্বাচন চায়।”

ওবায়দুল কাদের বলেন, “পুলিশ এবং জনগণের ওপর হামলার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “গোলাপবাগে হোঁচট খেয়ে সোহরাওয়ার্দী উদ্যানেই গেলো। অনুমতি নিয়েই তো গেলো। অনুমতি আর নেবো না। দখল করে ফেলছি ঢাকা, বাংলাদেশ। এত সোজা রাজনীতি? তাদের উদ্দেশ্য তারা একটি লাশ ফেলবে। পুলিশের ওপর যে হামলাটা, পুলিশ তো বাধা দেবেই।”

সেতুমন্ত্রী বলেন, “ঢাকা-চট্টগ্রাম রোড বন্ধ করে দিলে পুলিশ চোখ বন্ধ করে রাখবে? আমি পুলিশকে দোষ দেবো না। জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব পুলিশের।”

Link copied!