দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন।
এর আগে একই দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে গণ অধিকার পরিষদ (নুর-রাশেদ) ও গণতন্ত্র মঞ্চ। এছাড়াও রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে ১২ দলীয় জোট হরতাল কর্মসূচি ঘোষণা করে।
উল্লেখ্য, বিএনপির অবরোধ কর্মসূচি এখনো চলমান রয়েছে। পঞ্চম দফায় দলটির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হবে।






























