হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় প্রথম ফিরতি হজ ফ্লাইট হাজিদের নিয়ে সোমবার (জুলাই) ভোর ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এর আগে রোববার দিবাগত রাতে হাজিদের নিয়ে মদিনা ছাড়বে বাংলাদেশ বিমান।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে। একইভাবে সম সংখ্যক ফ্লাইটে হজযাত্রীদের দেশে পৌঁছে দেবে।
বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যকে জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত হজযাত্রীদের নিরাপদে পুণ্যভূমিতে পৌঁছে দেওয়ার পবিত্র দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে। আগামী ৩ জুলাই ভোর ৬টা ৫ মিনিটে প্রথম ফিরতি হজ ফ্লাইট সম্মানিত হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে।
বিমান সূত্রে জানা গেছে, এ বছর ১৫৯টি ফ্লাইটের মাধ্যমে বিমান সর্বমোট ৬১ হাজার ১৫১ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। হজযাত্রী পরিবহনে সম্পূর্ণ নিজস্ব উড়োজাহাজ ব্যবহৃত হয়েছে। গত ২১ মে থেকে বিমানের প্রাক হজ ফ্লাইট শুরু হয়েছিল। এ বছর বিমান ছাড়াও সৌদিভিত্তিক এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে হজযাত্রীদের বহন করে।
এদিকে হাজিদের সৌদিতে জমজমের পানি না কেনার জন্য অনুরোধ জানিয়েছে হাজিদের বহনকারী তিনটি এয়ারলাইন্স। ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























