• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

যাত্রাবাড়ীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৮:৩০ এএম
যাত্রাবাড়ীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী স্কুলের পাশের একটি ভবন থেকে ঝুমুর (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঝুমুর ভোলা জেলার চরফ্যাশন উপজেলা চরনুলাবিল গ্রামের মো. খলিল মিয়ার মেয়ে। এক ভাই দুই বোনের মধ্যে সে দ্বিতীয়। যাত্রাবাড়ীর কুতুবখালী স্কুলের পাশে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে।

জানা যায়, মঙ্গলবার রাতে সবার অগোচরে রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস দেয় ঝুমুর। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ১১টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”

Link copied!