সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই ঘণ্টা পর বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ায় এই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নরত ওই ফ্লাইটে ১০০ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য দুপুর ১২টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিলো। উড়োজাহাজটি রানওয়েতে যাত্রা শুরুর পর বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়।
এ বিষয়ে হাফিজ আহমেদ বলেন, চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে গেছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























