• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে গুদাম থেকে নারী-পুরুষের গলিত মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৬:২৩ পিএম
রাজধানীতে গুদাম থেকে নারী-পুরুষের গলিত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ির নিচতলার গুদাম থেকে এক যুবক ও এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, মরদেহ দুটি অন্তত এক সপ্তাহ আগে থেকে সেখানে পড়ে ছিল।

রোববার (২ নভেম্বর) দুপুরে বাড্ডা এলাকার ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন এবং পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি পাশের ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন। নিহত নারী স্থানীয়ভাবে বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের মধ্যে সম্পর্কের কোনো বিষয় এখনো নিশ্চিত নয়।

বাড়ির মালিক আতিকুর রহমান বলেন, “আমার স্ত্রী মারা যাওয়ার পর কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম। ফিরে এসে ঘর পরিষ্কার করার সময় পচা গন্ধ পাই। প্রথমে ভেবেছিলাম ইঁদুর মারা গেছে। পরে কয়েকটি ইঁদুর ফেলে দিই। কিন্তু গন্ধ না কমায় খুঁজতে গিয়ে গুদামে মরদেহ দুটো দেখতে পাই।”

তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে পুলিশে খবর দেন।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ৭–৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, গুদামঘরটি বন্ধ ছিল এবং ভিতরে প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই এটি খুন নাকি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা কয়েক দিন ধরেই গন্ধ পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারিনি এমন ভয়ানক কিছু ঘটেছে। পুলিশ না আসা পর্যন্ত কেউ নিচতলায় নামেনি।”

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি পচে যাওয়ায় শনাক্তকরণে সমস্যা হচ্ছে। তবে সাইফুলের সহকর্মী ও স্থানীয় কয়েকজন নারী নিহতদের পরিচয় শনাক্ত করেন। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা স্পষ্ট করতে আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করছে পুলিশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!