বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে আগামী দিনে নতুন ধরনের গুপ্ত স্বৈরাচার আবির্ভূত হতে পারে। সেই পরিস্থিতি থেকে জনগণকে রক্ষা করতে হলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। জনগণ যেভাবে চায়, আমাদেরকে সেভাবেই চলতে হবে। তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য—সবার আগে বাংলাদেশ।
তারেক রহমান আরও বলেন, গত ১৬ বছর বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ববরণ করেছেন। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন প্রধান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশ আমাদের সবার ঘর। এই ঘরে দীর্ঘ ১৬ বছর ডাকাত বসেছিল। জনগণের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ঘরকে নতুন করে গড়ে তুলতে হবে। এজন্য জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। আমাদের লক্ষ্য হবে ঐক্যবদ্ধ জনগণ এবং জনগণকে সঙ্গে নিয়ে দেশ গঠন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনসহ কুমিল্লার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
এ সময় প্রায় দুই সহস্রাধিক কাউন্সিলর, ডেলিগেট এবং দলের অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক সম্মেলনে যোগ দেন।