শবনম ফারিয়া, তাকে দর্শক চেনেন একজন ভালো অভিনেত্রী হিসেবেই। তবে তিনি যে খুবই স্পষ্টবাদী, সেটিও কারও অজানা নয়। যা ন্যায় মনে করেন তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন না তিনি। বিশেষকরে এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেশ, রাজনীতি, আসেপাশের মানুষ নিয়ে মতামত দিতে দেখা যায়। বলা যেতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবসময়ই সরব থাকেন।
সম্প্রতি তিনি একটি পোস্ট দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে তিনি লিখেন, ‘কাল রাতে খুব মনোযোগ দিয়ে একটা ওয়েব সিরিজ দেখছিলাম। অনেক ঘুম আসছিল, তবু শেষ না করে ঘুমাব না ভেবে কষ্ট করে জেগে থেকে দেখলাম। শেষে দেখি, নায়ক-নায়িকা ভাই-বোন! কেমন লাগে বলো?’
ফারিয়া আরো লিখেন, ‘এই সব দেখার জন্য আমি রাত জেগেছিলাম? আমার রাতের ঘুম আমাকে ফেরত দাও।’