বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার সরাসরি ক্রিকেট বোর্ডের রাজনীতির কেন্দ্রে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তিনি গুলশান ক্রিকেট ক্লাবের কর্ণধার হিসেবে সক্রিয় হয়েছেন এবং বিসিবির আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
গত রবিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ তোলেন তামিম। সেই মঞ্চে তার পাশেই ছিলেন বিএনপি নেতা ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর ইশরাক হোসেন। তিনি হুঁশিয়ারি দেন, সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে বিসিবি ঘেরাও করা হবে।
রাজনৈতিক নেতার উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই লিখছেন, তামিম যেন রাজনীতির হাতিয়ার হয়ে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক তাজনুভা জাবিন বলেন, “আরেকজন সাকিব আল হাসানকে আমরা হারিয়েছি। আপনাকেও হারাতে চাই না। রাজনীতির ঊর্ধ্বে থাকুন।”
ক্রিকেট মহলে এখন প্রশ্ন উঠছে—তামিম কি সাকিবের মতোই বিতর্কিত পথে হাঁটতে যাচ্ছেন? বিসিবি নির্বাচন কি পরিণত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক সংঘাতের ময়দানে?