ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি ঘৃণা আসে : ভাবনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:০৯ পিএম
ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি ঘৃণা আসে : ভাবনা

টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ আশনা হাবিব ভাবনা আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় নারীদের বিরুদ্ধে ঘৃণার পরিমাণ অনেক বেশি।

ভাবনা লিখেছেন, “আমি একটা বিষয় লক্ষ্য করি – ছেলেদের তুলনায় মেয়েদের কাছ থেকে অনেক বেশি ঘৃণা আসে। বিশেষ করে কোনো অভিনেত্রী বা বিখ্যাত নারীকে নিয়ে।”

তার মতে, এই ঘৃণার মূল কারণ হিংসা ও নিজের জীবনে কিছু করতে না পারার হতাশা। ভাবনা আরও বলেন, “দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা। ইশ, এরা যদি নিজেদের জীবনে কিছু করত, তাহলে হয়তো মনটা একটু পরিষ্কার হতো।”

‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয় আশনা হাবিব ভাবনার। এরপর তিনি একাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ‘ভয়ংকর সুন্দর’ ছিল তার প্রথম চলচ্চিত্র।

সোশ্যাল মিডিয়ায় সরব এই অভিনেত্রী প্রায়ই নিজের মতামত খোলাখুলি প্রকাশ করেন। তার সাম্প্রতিক এই পোস্ট নিয়েও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

Link copied!