জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট জোরালো ছিল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমাদের কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি সবাই কনভিন্সড—২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে বিষয়টি স্পষ্টভাবেই উঠে এসেছে।”
ফখরুল আরও বলেন, “আমরা অত্যন্ত খুশি এজন্য যে, প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে তিনি সরকারের কার্যক্রমে সম্পৃক্ত করে জাতিসংঘে উপস্থাপন করেছেন। তার মূল উদ্দেশ্য ছিল জাতির ঐক্যকে তুলে ধরা, যা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয় এবং সময়োপযোগী। আমরা সেই প্রচেষ্টাকে সমর্থন করেছি।”
বিএনপি মহাসচিবের দাবি, এই উদ্যোগের প্রতি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সমর্থন জানিয়েছেন।
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। ওপরের দিকেও পিআরের প্রসঙ্গ তুলিনি। তবে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান সম্ভব।”
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।