• ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২,
  • ৪ রবিউস সানি ১৪৪৭

দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়, আমার এই জনপ্রিয়তা সব সময় থাকবে না: নীহা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৫:৩৮ পিএম
দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়, আমার এই জনপ্রিয়তা সব সময় থাকবে না: নীহা

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা স্বল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তবে এই জনপ্রিয়তাকে তিনি কখনোই স্থায়ী ভাবছেন না। বরং মানসিকভাবে প্রস্তুত আছেন, সময়ের সাথে তা কমতেও পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীহা বলেন, “আমি জানি, দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। আজ আমি আছি, কাল নতুন কেউ আসবে। জনপ্রিয়তা সব সময় থাকবে না, কিন্তু আমি চাই যেন মানুষ আমাকে অপছন্দ না করে। সম্মানটা যেন সবসময় অক্ষুণ্ন থাকে।”

নাটকের ভিউ আর মানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার কাছে অবশ্যই কোয়ালিটি আগে। এখন ভিউ একটা ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু কেবল ভিউ দিয়ে তো টেকা যায় না। আমি বিশ্বাস করি, মানসম্মত কাজ করলে ভিউও আসবে।”

বর্তমানে তিনি একটি নতুন নাটকের শুটিংয়ে ব্যস্ত। এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি নন নীহা। তার ভাষায়, “ইতিমধ্যে নয় দিন শুটিং করেছি। আরও তিন-চার দিন চলবে। তবে পরিচালকের অনুরোধে নাটকটির ব্যাপারে এখন কিছুই বলতে পারছি না।”

প্রতিমাসে সীমিত সংখ্যক কাজ করেন এই অভিনেত্রী। “আমি মাসে তিন-চারটির বেশি কাজ করি না। আবার কোনো মাসে একটা কাজও করেছি। কাজের সংখ্যা নয়, কাজের মানই আমার কাছে আসল।”

Link copied!