• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১০:১৮ এএম
অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার 
আবুল বারকাত

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা আছে। 

ঋণ জালিয়াতি করে জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাতের বিরুদ্ধে মামলা করে দুদক। একই মামলায় তাঁর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।


আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান। ২০০৯ সালে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!