• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

আমেরিকার কাছ থেকে আশ্বাস পেল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৯:৪৬ এএম
আমেরিকার কাছ থেকে আশ্বাস পেল বাংলাদেশ
পতাকা

শুল্ক নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হয়েছে, উভয় পক্ষ সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ার। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও চলমান শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়েও কথা হয়।

বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকমবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। আর ওয়াশিংটনে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। মার্কিন পক্ষ থেকে ইউএসটিআরসহ কৃষি, শ্রম, পরিবেশ, ট্রেজারি, উদ্ভাবন, বিনিয়োগসহ বিভিন্ন সংস্থার সিনিয়র কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায় আবারও শুল্ক নিয়ে আলোচনার কথা রয়েছে। চূড়ান্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আয়োজন।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বিভিন্ন দেশের পণ্য আমদানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশসহ ১৪টি দেশের নেতাদের চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ প্রেক্ষাপটে আমেরিকায় আলোচনায় অংশ নেওয়া প্রথম দেশগুলোর একটি বাংলাদেশ।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে পক্ষে জানানো হয়, শুল্ক পুনর্বিবেচনার ব্যাপারে দেশটির সঙ্গে কথা বলা হবে। তারই ধারাবাহিকতায় বৈঠক করছে বাংলাদেশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!