আগামী বছরের জন্য হজের দুইটি প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। প্যাকেজের একটিতে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সংবাদ সম্মেলনে ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।
চলতি বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে খরচ হয়েছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার বিশেষ প্যাকেজ থাকছে না।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনাজপুর শিশু একাডেমিতে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় খরচ কম হবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে।”
ধর্ম উপদেষ্টা বলেন, “হজের খরচের তিনটি অংশ আছে। সেগুলো হলো, বিমান ভাড়া, মক্কা মদিনায় থাকা এবং সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ। সরকারের টাকায় বিনামূল্যে কেউ হজ করতে পারবেন না। কেবল হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। আমাদের সচেতনতা সৃষ্টি করে হজ পালনে উদ্বুদ্ধ করতে হবে।”
আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























