• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ওমিক্রন রোধে সব মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০১:১০ পিএম
ওমিক্রন রোধে সব মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' সংক্রমণ রোধে সচেতনতামূলক কর্মসূচির জন্য সব মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, "ওমিক্রন নিয়ে সচেতনতামূলক কর্মসূচির জন্য সব মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।"

প্রবাসীদের জন্য় নতুন নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ওমিক্রন প্রতিরোধে প্রবাসীদের জন্য় নির্দেশনা থাকছে। এখন থেকে যেকোনো দেশ থেকে দেশে প্রবেশের জন্য় প্রবাসীদের ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে।"

মন্ত্রী আরও বলেন, "যে যাত্রীরা আফ্রিকা থেকে আসবেন, বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে। ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেটও দেখাতে হবে। করোনা টেস্ট ছাড়া কেউ এলে তাদের অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে যেতে হবে।"

প্রবাসীরা কোথায় কোয়ারেন্টাইনে থাকবেন, এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "কোয়ারেন্টাইনের জন্য আগের যে হোটেলগুলো ছিল, সেগুলোতেই প্রবাসীরা থাকতে পারবেন। সেখানেই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে।"

সতর্কতা সম্পর্কে মন্ত্রী আরও বলেন, "আমরা বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের প্রবেশ পথগুলোতে নির্দেশনা জারি করেছি। যেন ওমিক্রন দেশে প্রবেশ করতে না পারে। আশা করি আমরা সফল হবো। সবার সহযোগিতা কামনা করছি।" 

প্রবাসীদের দেশে ফিরে না আসারও আহ্বান জানান জাহিদ মালেক। মন্ত্রী বলেন, "বিদেশে কর্মরত বাঙালীরা, বিশেষ করে যারা আফ্রিকার দেশগুলোতে রয়েছেন, তাদের অনুরোধ করছি আপনারা স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করেন। একসঙ্গে আফ্রিকা থেকেই ২০ হাজার লোক দেশে এলে সবাইকে কোয়ারেন্টাইনে রাখা সম্ভব না।"

এর আগে মন্ত্রী জানান, ওমিক্রনের বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে এবং স্বাস্থ্য বিশেষঞ্জদের পরামর্শ নিয়ে এ বিষয়ে করণীয় প্রয়োজনীয় ব্যবস্থাসমূহ ও গ্রহণ করা হচ্ছে।

Link copied!