ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।
অর্থ আত্মসাতের অভিযোগে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে মো. কামরুল ইসলাম চকদার বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ইকরাম আলী মিয়া বলেন, “কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ইভ্যালির সিইও রাসেলকে আসামি করা হয়েছে।”
বাদী এজাহারে উল্লেখ করেন, “ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি।”
ওসি আরও বলেন, মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে রাসেল এবং তার স্ত্রী বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়।
আরিফ বাকের নামের এক ব্যক্তি গুলশান থানায় মামলাটি করেন।
আরিফ বাকের বলেন, ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে তিনি ৩ লাখ ১০ হাজার টাকার পণ্যের অর্ডার দেন। কিন্তু দীর্ঘ সময়ে তাকে কোনো পণ্য সরবরাহ করা হয়নি।
পণ্যের ব্যাপারের ইভ্যালির অফিসে এবং পরে সিইও মো. রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘প্রাণনাশের হুমকি’ দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওইদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তমন্ত্রণালয় কমিটি।
২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। মাত্র আড়াই বছরের মাথায় ৫৪৩ কোটি টাকার দায়ে পড়েছে প্রতিষ্ঠানটি। এত অল্প সময়ে এই বিপুল টাকা কোথায় গেল, তার হদিস এখনও মেলেনি।
আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত জুলাই মাসে দুদকের আবেদনে ইভ্যালির শীর্ষ কর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।