• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দাম্পত্য


মামুন মুস্তাফা
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০২:১১ পিএম
দাম্পত্য

আনন্দ থেকে ঝরে পড়েছিল সেই হাসি
ওই অশ্রু হতে গড়িয়ে গেল বেদনা
কাঁকইয়ে জড়িয়ে ছিল একগুচ্ছ চুল
আর হাতের কাঁকনে বেজেছিল সংসার
পায়ের নূপুরে থমকে গেছে সমস্ত বেলা 
এরপর দপ করে নিভে যায় রসুইঘর

এই সব কিছু মিলে জেগে ওঠে নির্ভুল দাম্পত্য।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!