• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৩:৩৫ পিএম
থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই

জনপ্রিয় থ্রিলার লেখক, ‘মাসুদ রানা’ সিরিজের অন্যতম লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম আর নেই। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ব্রংকাইটিসে ভুগছিলেন।

শনিবার দুপুরে রাজধানীর বাসাবো পূর্ব নন্দীপাড়ার বাসায় তিনি মারা যান।

লেখকের মেয়ে সাজিয়া হাকিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর অসুস্থ হয়ে পড়লে শেখ আবদুল হাকিমকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে নেওয়ার আগে বাসাতেই তার মৃত্যু হয়।

দাফন ও জানাজার বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের হাত দিয়ে যে মাসুদ রানার যাত্রা শুরু, ‘ঘোস্ট লেখক’ হিসেবে ওই সিরিজের কয়েকশ বই শেখ আবদুল হাকিমের লেখা।

গত বছর বিপুল পঠিত ‘মাসুদ রানা’ সিরিজের বইয়ের কপিরাইট স্বত্ব নিয়ে এই লেখক পুনরায় আলোচনায় আসেন। সে সময় কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে রায় দেয়। পরে কাজী আনোয়ার হোসেন সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন। এরপর থেকে বিষয়টি বিচারাধীন রয়েছে। ‘মাসুদ রানা’ সিরিজের প্রায় ২৬০টি বইয়ের লেখক তিনি।

শেখ আবদুল হাকিমের প্রথম উপন্যাস ‘অপরিণত প্রেম’। কয়েক খণ্ডে প্রকাশিত হয়েছে তার উপন্যাস সমগ্র। তার অনুবাদগ্রন্থের মধ্যে রয়েছে এরিক মারিয়া রেমার্কের ‘দ্য ব্ল্যাক অবিলিস্ক’, ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ভিক্টর হুগোর ‘দ্য ম্যান হু লাফস’, জুলভার্নের ‘আশি দিনে বিশ্বভ্রমণ’, মার্ক টোয়েনের ‘দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’, মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’, আলেকজান্ডার দ্যুমার ‘থ্রি মাস্কেটিয়ার্স’ ইত্যাদি।

কর্মজীবনের শেখ আবদুল হাকিম প্রায় চার দশক সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত ছিলেন। সেবা থেকে প্রকাশিত মাসিক ‘রহস্য পত্রিকা’র তিনি সহকারী সম্পাদক ছিলেন।

Link copied!