বাংলা একাডেমির মহাপরিচালককে উড়ো চিঠি দেওয়ার কোনো প্রভাব পড়েনি বইমেলায়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই মেলার টিএসসি, রমনা কালীমন্দির ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেটে লম্বা লাইন দেখা গেছে।
একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকযোগে বাংলা একাডেমির অফিসে এ চিঠি পাঠানো হয়। এ বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাংলা একাডেমির নিরাপত্তা অফিসার মো. জাহাঙ্গীর আলম থানায় জিডি করেন।
জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ জানান, বোমা হামলার হুমকি দিয়ে উড়ো চিঠির কোনো প্রভাব মেলায় পড়েনি। বরং সকালে যখন টিএসসি প্রান্ত দিয়ে মেলায় ঢুকি, তখন লম্বা লাইন ছিল। অনেকে দলবেঁধে পরিবার নিয়ে মেলায় আসছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নূর মোহাম্মদ বলেন, “নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে বইমেলায় বোমা হামলা চালাবে। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।”
 
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































