• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

লকডাউনে ঘরের কাজ করুন একসঙ্গে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:১৮ পিএম
লকডাউনে ঘরের কাজ করুন একসঙ্গে

করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউনে যাচ্ছে পুরো দেশ। এই সময়টাতে ঘর থেকে বাইরে যেতে রয়েছে নিষেধাজ্ঞা। বলতে গেলে, বাড়িতে বসেই এখন সব কাজ করতে হবে। হোম অফিস হোক আর বাড়ির কাজ হোক সব কিছু এখন নিজেদেরকেই করতে হবে। এমন অবস্থায় আপনার সঙ্গী রীতিমতো হাপিয়ে উঠতে পারে। কেননা গৃহকর্মীও এখন কাজে আসতে পারছে না। দৈনন্দিন কাজের চাপও বেড়ে যাবে। 

লকডাউন মুহূর্তে সব দম্পতিরাই বাড়িতে আটকা। বাড়ির কাজ, অফিসের কাজে ব্যস্ততা এখন ঘর থেকেই। এই সময় তাই সঙ্গীর কাজকে এটকু ভাগাভাগি করে নিন। যতটা সম্ভব তার প্রতিদিনের ঘরের কাজে সাহায্য করুন। কারণ একজনের উপর সব কাজের দায়িত্ব ছেড়ে দিলে তিনি হাপিয়ে উঠবেন। এক সময় সঙ্গীর মেজাজও চটে যাবে।

বাড়ির বাড়তি কাজের চাপ কমে যাবে যখন দুজন মিলে ভাগ করে নিবেন। কীভাবে গুছিয়ে নিবেন ঘরের কাজগুলো, কীভাবে সঙ্গীকে সহযোগিতা করা যায় তা জানব এই আয়োজনে_ 

কাজের তালিকা করুন

কে, কোন কাজটি করবেন তা একটি তালিকা করে নিন। প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময়ে দুজন মিলে বসুন। একসঙ্গে সিদ্ধান্ত নিন। আলোচনা করুন। কাজ ভাগাভাগি করে তালিকায় লিখে রাখুন।

পছন্দের কাজ বেছে নিন

যে কাজটি করতে ভালো লাগবে বা আপনার পছন্দ সেই কাজটি বেছে নিন। তবে অন্যের অপছন্দের কাজটি অন্যের উপর চাপিয়ে দিবেন না। তাকে জোর করে করানোর চেষ্টা করবেন না।

সময় ঠিক করে নিন

নিজের অফিসের কাজ ও অন্যান্য কাজ সামলে বাড়ির কাজ করতে হবে। তাই সুবিধা মতো সময়ে কাজ ভাগ করে নিন। আপনি আপনার সময় মতো নিজের কাজ শেষ করুন। মাঝে মাঝে বাড়তি সময়ে সময় হাতে থাকলে সঙ্গীকে সাহায্য করতে পারেন। কাজ অনেকটাই এগিয়ে যাবে।

সঙ্গীকে দোষারোপ করবেন না

কোনও কারণে যদি কেউ নিজের কাজটি করতে ভুল যান তবে তাকে দোষারোপ করবেন না। নিজের কাজের ব্যস্ততায় হয়তো তিনি ভুলে যেতে পারেন। না হয় সময় মতো কাজটি শেষ না করায় ঘরের কাজটি করতে পারেন নি। এরজন্য় সঙ্গীর ওপর চটে যাবেন না। বরং আপনি তার কাজটি করে দিন।

বাইরের কাজগুলো একদিনেই সারুন

লকডাউনে বাইরে যাওয়া সম্ভব না। তবুও যদি প্রয়োজনীয় কাজে বাইরে যেতে হয় তবে সেই কাজগুলো একদিনেই সেরে নিন। বারবার বাইরে যাওয়া এখন মোটেও ঠিক নয়। এক্ষেত্রে যার সময় থাকবে সেই বাইরের কাজগুলো সারবেন।

কাজের 'না' বলবেন না

সংসারটা যেহেতু দুজনেই, তাই কাজগুলোও দুজনের। একজন না পারলে অন্যজন করে নিবেন এটাই স্বাভাবিক। তবে যে কাজটি করতে ভালোবাসেন না, পরিস্থিতিতে হলে তাও করবেন। সঙ্গীর অনুরোধে কোনও কাজে একেবারেই 'না' বলবেন না। দুজনকেই সব কাজ ভাগাভাগি করে নিতে হবে। তবেই তো সংসার সুখের হবে।

নিজেদের সময় দিন

কাজের ফাঁকে নিজেদের জন্য় সময় বের করুন। সঙ্গীকে অবশ্যই সময় দিন। ছাদে বা বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করুন। কিংবা পছন্দের সিনেমা দেখেও লকডাউনকে উপভোগ করতে পারেন। একেক দিন একেকভাবে উপভোগ করুন। একঘেয়েমি কেটে যাবে।

Link copied!